Breaking

Thursday, October 26, 2023

দেহব্যবসার হোম সার্ভিস চাইছেন বিবাহিত পুরুষরা!

 দেহব্যবসার হোম সার্ভিস চাইছেন বিবাহিত পুরুষরা! 

ফাঁকা ফ্ল্যাটে দেহ ব্যবসা! সঙ্গে চলছে প্রতারণাও! বাংলাদেশের সংবাদ মাধ্যমে উঠে এসেছে সাইবার প্রতারণার এক নতুন দিক। ইন্টারনেটের ব্যবহার যেমন বাড়ছে। তেমনই ডিজিটাল প্রতারণাও বেড়েই চলেছে। বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই দেশে দেহব্যবসার 'হোম সার্ভিস' দেওয়ার টোপ দেখিয়ে কষা হচ্ছে প্রতারণার ছক।

দেশের অপরাধ বিশেষজ্ঞদের একাংশের কথায়, ঢাকায় কিছু আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে চলছে দেহ ব্যবসা। অনেক সময় নতুন প্রজন্মের একটি অংশ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে চায়ছে। আর সেই জন্য সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করছে তারা। এই সুযোগে দেহ ব্যবসার হোম সার্ভিসও। আবাসিক এলাকাতে মাত্র কয়েক মাসের জন্য ভাড়া নেওয়া হয় ফ্ল্যাট।

এদিকে বাড়ি ভাড়া নিয়ে দুই থেকে তিন মাসের বেশি থাকে না এই ব্যবসার সঙ্গে যুক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক এই প্রসঙ্গে ওপার বাংলার সংবাদ মাধ্যম আর টিভিকে বলেন, "বাংলাদেশের একটি অন্যতম বড় সমস্যা কোনও ঘটনাকে কেন্দ্র করে হইচই না হলে সংবাদ মাধ্যমে তা নিয়ে আলোচনা না হলে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী নড়ে বসে না।"


No comments:

Post a Comment