মাদক থেকে দেহ ব্যবসা! বদনাম ঘোচাতে নাম বদলেছে ইউরোপের কোন কোন দেশ
নাম বদলে ফেলা ইউরোপের দেশগুলির মধ্যে প্রথমেই আসবে তুরস্ক বা তুর্কির কথা। গত বছরের জুনে জাতিসংঘকে নামবদলের বিষয়টি জানায় দক্ষিণ পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সীমান্তের এই দেশ। যার নতুন নামকরণ হয়েছে তুর্কিয়ে হিসেবে।
কিন্তু কেন হঠাৎ দেশের নাম বদলে ফেলল এককালের অটোমান সাম্রাজ্যের এই দেশ? একটি বিবৃতিতে বিষয়টি ব্যাখ্যা করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। তার যুক্তি, দেশের সংস্কৃতি, সভ্যতা, মূল্যবোধকে সব থেকে ভাল ভাবে প্রকাশ করতেই তুর্কিয়ে নামটিকে গ্রহণ করা হয়েছে
।
চেক রিপাবলিক-চেকিয়া
১৯৯৩-তে চেকোস্লোভাকিয়া ভেঙে তৈরি হয় দু'টি স্বতন্ত্র রাষ্ট্র। একটি হল চেক রিপাবলিক ও অপরটি স্লোভাকিয়া। চেক ও স্লোভাক জনজাতির আলাদা আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এই দুই রাষ্ট্র। জন্মের ২৩ বছরের মধ্যেই নতুন নাম নেয় চেক রিপাবলিক। আর সেটা হল চেকিয়া। ২০১৬ থেকে অবশ্য দু'টি নামই ব্যবহার করছে পূর্ব ইউরোপের এই দেশ।
দেশের নামবদলের কারণ হিসেবে চেক সরকারের যুক্তিটি বড় অদ্ভুত। তাদের দাবি, চেক রিপাবলিক নামটি বড় হওয়ায় তা খেলোয়াড়দের জার্সিতে লিখতে সমস্যা হচ্ছে। দেশীয় পন্যগুলির গায়েও নামটি লেখার ক্ষেত্রে অসুবিধার মুখে পড়ছে একাধিক সংস্থা। যা দূর করতে নাম বদলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ম্যাসিডোনিয়ার নাম বদল
২০১৯-এ নাম বদল হয় রিপাবলিক অব ম্যাসিডোনিয়ার। দেশটির নতুন নাম হয়েছে রিপাবলিক অফ নর্থ ম্যাসিডোনিয়া। গ্রিসের একটি এলাকার সঙ্গে দেশটির নামের মিল থাকায় তা বদল করার সিদ্ধান্ত নেয় সেখানকার সরকার। তবে দেশটির বাসিন্দারা ম্যাসিডোনিয়ান হিসেবেই গোটা বিশ্বের কাছে পরিচিতি পাবেন বলে জানিয়ে দেয়া হয়েছে।
No comments:
Post a Comment