Breaking

Thursday, October 26, 2023

বিনোদন পার্কের আড়ালে দেহ ব্যবসা, মালিকসহ পাঁচজনের কারাদণ্ড

 দিনাজপুরের ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কের মালিকসহ পাঁচজনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ জুন) বেলা ১২টায় ঘোড়াঘাট উপজেলার গলগাড়ি (কালুপাড়া) এলাকায় মোজাম বিনোদন পার্ক এ ঘটনা ঘটে।


দণ্ডপ্রাপ্তরা হলেন- মোজাম বিনোদন পার্কের মালিক মোজাম্মেল হক (মোজাম) ও দুই খদ্দের দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কলমদারপুর গ্রামের মজমুল হকের ছেলে সিদ্দিকুল রহমান (২৫) ও গাইবান্ধার পলাশবাড়ী সদর উপজেলার শফিকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৯) এবং দুই পতিতা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছুড়ি গ্রামের মৃত. জামাল মিয়ার মেয়ে ময়না বেগম (২৩) ও বগুড়া সদর উপজেলার বুলু সরকারের মেয়ে সোমা খাতুন (২১

)।

No comments:

Post a Comment