আধ ঘণ্টায় ৫০০ টাকা…’, অটোর মধ্যেই রমরমিয়ে দেহ ব্যবসা
সেখানেই আনাগোনা খদ্দেরদের? আতঙ্কে এলাকাবাসী। ঘটনাটি বাংলাদেশের ফার্মগেটের। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দিনের বেলা সেখানে পরিস্থিতি স্বাভাবিক থাকে। বাইরে থেকে দেখলে কিছু বোঝার উপায় থাকে না। কিন্তু, রাত বাড়লেই এলাকায় দেহ ব্যবসায়ীদের আনাগোনা বাড়ে বলে অভিযোগ স্থানীয়দের। যদিও এই প্রসঙ্গে তেজগাঁও থানার ওসি জানিয়েছেন, অতীতে সেখানে একাধিক অভিযান চালানো হয়েছিল। এরপর আর তাদের দেথা যায় না। পুলিশ এই ধরনের ঘটনা ঠেকাতে উদ্যোগী বলে মন্তব্য করেছেন তিনি।
বাংলাদেশের ওই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শনি এবং রবিবার ফার্মগেটে বহু নারী মুখ ঢেকে খদ্দেরের অপেক্ষা করেন। তাদের পাশেই অটো দাঁড়িয়ে থাকে। এই অটোতেই দেহ ব্যবসা চলে বলে অভিযোগ স্থানীয়দের। শুধু তাই নয়, পথচারীদেরও বিভিন্ন অশ্লীল ইশারা করা হয় বলে অভিযোগ। অন্যদিকে, স্থানীয় এক ভ্যানচালকের দাবি, ওই মহিলাদের মধ্যে অনেকেই প্রতারণার সঙ্গেও যুক্ত। অনেক সময় তারা খদ্দেরকে ভুল বুঝিয়ে অটোতে নিয়ে যায়। এরপর তাঁদের কাছে থাকা মোবাইল, টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা। অনেকেই সম্মানহানির ভয়ে পুলিশে অভিযোগ দায়ের করে না। ফলে এভাবেই ফুলে ফেঁপে উঠেছে তাদের ব্যবসা।
No comments:
Post a Comment