Breaking

Sunday, April 14, 2019

ভিসা করার সময় আমাকে কি ২ কার্ড এর ই সাম্নের এবং পেছনের ছবি স্কান করে জমা দিতে হবে ?

আমার EBL aqua master card এবং Ebl visa debit card দুই কার্ড এর বিপরীতে ডলার এনডোরস করা আছে ।
ভিসা করার সময় আমাকে কি ২ কার্ড এর ই সাম্নের এবং পেছনের ছবি স্কান করে জমা দিতে হবে ?
ইন্ডিয়া তে ডলার নেয়ার ক্ষেত্রে কোনটায় ডলার লোড করে নিয়ে গেলে ভালো হবে ? ভিসা কার্ড এ নাকি এক্কুয়া কার্ড এ ? বুথ গুলো তে উইথড্রয়াল ফি কিরকম কি কাটে ?


Answer -  ইবিএলের চার্জের ব্যাপারে ইবিএলের সিডিউল অফ চার্জেস দেখে যান। আর ইন্ডিয়ান এটিএম ০-২৫০ রুপী চার্জ করে। স্টেট ব্যাংকের এটিএমে ওদের কোনো চার্জ কাটে না। ইবিএলের চার্জ কিন্তু ফিক্সড, জেনে যাবেন প্লিজ। আর ভিসাতে লোড করেন, মাস্টারকার্ডে না !

 একটা কার্ডের ফটোকপি দিলেই হবে

No comments:

Post a Comment