Breaking

Sunday, November 25, 2018

স্বাধীন মাস্টারকার্ড ফ্রিল্যান্সারদের জন্য কিছু গুরুত্ব পূর্ণ তথ্য

স্বাধীন মাস্টারকার্ড ফ্রিল্যান্সারদের জন্য কিছু গুরুত্ব পূর্ণ তথ্য

ফ্রিল্যান্সারদের জন্য “স্বাধীন” কার্ড :
Frequently Asked Questions (FAQ)
প্রশ্ন :ফ্রিল্যান্সার কার্ডের নাম কি?
– স্বাধীন
প্রশ্ন :কারা স্বাধীন কার্ড পাওয়ার যোগ্য?
– আইটি সেবা রফতানিকারক ফ্রিল্যান্সার অথবা এই সেবায় নিয়োজিত অনলাইনসেবা প্রদানকারী কোম্পানি
প্রশ্ন :এটা কোথায় ব্যবহার করা যাবে?
– দেশে এবং বিদেশে উভয়ই জায়গায়
প্রশ্ন :এটা কি দ্বৈত মুদ্রার কার্ড?
– হ্যা
প্রশ্ন :স্বাধীন কার্ডের কি Supplimentary কার্ড পাওয়া সম্ভব?
– হ্যা (বাংলাদেশি “টাকা”)
প্রশ্ন :স্বাধীন কার্ডের সর্বোচ্চ কত ভাগ বৈদেশিক মুদ্রায় রাখার সুযোগ আছে?
– ৭০%
প্রশ্ন :কত ভাগ দেশীয় মুদ্রায় রুপান্তর করতে পারবে?
– ১০০%
প্রশ্ন :রূপান্তরের কি কোন ফি প্রযোজ্য আছে কিনা?
– না
প্রশ্ন :ATM থেকে নগদ উত্তোলনের সুযোগ আছে কি?
– হ্যাঁ
প্রশ্ন :অনলাইনে/ ইকমার্সে দেশীয় এবং বিদেশি উভয়ই মুদ্রায় লেনদেন করা কি সম্ভব?
– হ্যাঁ
প্রশ্ন :এটা কি চিপ নির্ভর যা তথ্যের নিরাপত্তানিশ্চিত করে?
– হ্যাঁ
প্রশ্ন :লেনদেনের SMS বার্তা সেবার সুযোগ আছে কি?
– হ্যাঁ
– বিদেশ থেকে রেমিট্যান্স আসার ৩(তিন) মাসের মধ্যে যদি গ্রাহকের মৃত্যু হয় তাহলে এককালীন ৫০,০০০ (পঞ্চাশহাজার) টাকা প্রাপ্তির সুবিধা পাবে গ্রাহকের বেনিফিশিয়ারি|
প্রশ্ন :স্বাধীন কার্ডের কিভাবে আবেদন করতে হবে?
– ব্যাংক এশিয়ার নিকটস্থ ব্রাঞ্চ/ কার্ড ডিভিশনে যোগাযোগ করতে হবে
প্রশ্ন :ব্যাংক হিসাব খোলা কি বাধ্যতামূলক?
– না
প্রশ্ন :কার্ডের বার্ষিক ফী কত?
– চার্জ ৫০০টাকা (ভ্যাট ৭৫টাকা) মোট ৫৭৫টাকা
প্রশ্ন :এই কার্ডে কি অতিরিক্ত অর্থ জমা দেওয়া যাবে কি?
– হ্যাঁ (বাংলাদেশি “টাকা”)

No comments:

Post a Comment